ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শিরোনাম
প্রকাশ : ২৩ মার্চ, ২০১৭ ০৬:৫১

পরিচালক তানজীম মিশুর ‘এতোদিন কোথায় ছিলে’

অনলাইন ডেস্ক

পরিচালক তানজীম মিশুর  ‘এতোদিন কোথায় ছিলে’

লাখো দর্শকের হৃদয় কাপানো "এক জীবন" আর "এক জীবন-২" এর পর এবার আসছে "এতোদিন কোথায় ছিলে"......

গানটিতে দূরবীন ব্যান্ডের প্রধান শহীদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি । কথা ও সুর করেছেন হুমায়ুন বয়াতী । পরিচালক তানজীম মিশুর পরিচালনায় "এতোদিন কোথায় ছিলে" গানটিতে মডেল হিসেবে অংশ নিয়েছেন নতুন এই জুটি অন্তু-দোয়েল । সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকায় মিউজিক ভিডিওর শুটিং হয়েছে । মিউজিক ভিডিওটির শুটিং শেষ করে গায়ক শহীদ বলেন, " অন্যরকম কিছু একটা করতে চেয়েছি ।"