ক্রিস গেইলকে না খেলানোটা কি কাল হলো? ম্যাচের প্রথম অংশে এমন প্রশ্ন জেগেছিল। টানা তিন ম্যাচের সেরা খেলোয়াড়কে আজ বিশ্রাম দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আগের তিন ম্যাচেই রানের বন্যা বইয়ে দেওয়া পাঞ্জাব তাই আজ খুঁড়িয়ে খুঁড়িয়ে তুলল মাত্র ১৪৩ রান। কিন্তু পাঞ্জাবের বোলিং লাইনআপ এ রানকে জয়ের জন্য যথেষ্ট বানিয়ে দিল। দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ রানে হারিয়েছে পাঞ্জাব।
