ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শিরোনাম
প্রকাশ : ২৫ এপ্রিল, ২০১৮ ১২:৩৪

‘ভুল করে’ শাহরুখের অফিসে জ্যাকুলিন!

অনলাইন ডেস্ক

‘ভুল করে’ শাহরুখের অফিসে জ্যাকুলিন!

শাহরুখ খান এখন আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির শুটিং শেষ হওয়ার পর তিনি পরবর্তী প্রকল্প নিয়ে ভাবতে শুরু করবেন। সম্প্রতি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মুম্বাই কার্যালয়ে ঢুকতে দেখা গেছে নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজকে। ব্যস, দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন অনেকে। এই সময় শাহরুখের অফিসে নায়িকার ধরনা দেওয়ার একমাত্র কারণ খুঁজে পেয়েছেন তাঁরা। ধারণা করা হচ্ছে, শাহরুখের পরবর্তী কোনো বড় বাজেটের ছবিতে একটি চরিত্র পাওয়ার জন্য সুপারিশ করতে গিয়েছেন জ্যাকুলিন।