ভিসা ছাড়া যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা অবস্থান করছেন তারা সহজ শর্তে মালয়েশিয়া ত্যাগের সুযোগ পাচ্ছেন। এ সিদ্ধান্তে দুশ্চিন্তায় রয়েছেন লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী। তাদের দাবি, বাংলাদেশ সরকার এ বিষয়ে নজর দিলে এ সংকট দূর হবে।
আগামী ১লা আগস্ট থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে 'ব্যাক ফর গুড' কর্মসূচি। এর আওতায় মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী প্রায় ৪ লাখ লোক সহজ শর্তে তাদের নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।
মালয়েশিয়া ইমিগ্রেশন জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি অপরাধের ঝুঁকি কমাতে এ কর্মসূচি নেয়া হয়েছে। এই সুযোগ পাওয়ার পরও যারা নিজ দেশে ফেরত যেতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া সরকার।
এ অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরে যাবার ব্যাপারে সহযোগিতা করতে বাংলাদেশ হাইকমিশনের ২০ জন কর্মকর্তা কাজ শুরু করেছেন। তবে বাংলাদেশি শ্রমিকদের বিশ্বাস, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে বৈঠক করলে এ সমস্যার সমাধান বের করতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিতে বসবাসরত প্রবাসীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবে। তবে ইতিমধ্যেই যারা আটক হয়েছেন, তারা এ সুযোগ পাবে না বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ডিবিসি নিউজ