ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শিরোনাম
প্রকাশ : ২৭ জুলাই, ২০১৯ ১২:৫৫

ডেঙ্গু উদ্বেগজনক হারে বাড়লেও মহামারী বলা যাবে না-ডিএসসিসি মেয়র

অনলাইন ডেস্ক

ডেঙ্গু উদ্বেগজনক হারে বাড়লেও মহামারী বলা যাবে না-ডিএসসিসি মেয়র

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীসহ সরকারের সব সংস্থা প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

শুক্রবার সকালে রাজধানীতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তবে এখনই মহামারী বলা যাবে না।

তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে, এ কথার সঙ্গে আমরা কেউ দ্বিমত নই, আপনারা দেখছেন হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না, হাসপাতালের বারান্দাতেও রোগী আছে, এসব কথায় আমাদের কোনো দ্বিমত নেই।

এই বিভাগের আরও খবর