ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শিরোনাম
প্রকাশ : ২৭ জুলাই, ২০১৯ ০৬:৩১

আশুলিয়া প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার

অনলাইন ডেস্ক

আশুলিয়া প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনিয়মের দায়ে ঢাকা জেলার আশুলিয়া প্রেসক্লাবের দুই সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫শে জুলাই) সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংক্রান্ত একটি নোটিশ প্রেসক্লাবের নোটিশবোর্ডে টানিয়ে দেয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রাপ্তরা হলেন- আশুলিয়া প্রেসক্লাবের সাবেক পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবুল আহম্মেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈম সরকার।  

এ বিষয়ে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল্লাহ মুন্সী বলেন, বহিষ্কৃত দুইজন দীর্ঘদিন যাবৎ ব্যাক্তি স্বার্থে আশুলিয়া প্রেসক্লাবকে ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম করে আসছিল; যা আশুলিয়া প্রেসক্লাব তথা সাংবাদিক পেশাকে কলুসিত করছে। তাদের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়ার পর তাদেরকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করে দেয়া হয়। কিন্তু তারপরও তারা সংশোধন না হওয়ায় গত বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। 

তিনি আরো বলেন, আশুলিয়া প্রেসক্লাবের কোন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগসহ গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহন করবে কমিটি।