সাভারে নির্মাণাধীন একতলা একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্কি বিস্ফোরনে চার জন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
আজ (২৭শে জুলাই, শনিবার) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় জনৈক দুলাল মিয়ার বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন-খোরশেদ মিয়া (৩৫), দুলু মিয়া (৪৫) ও রাব্বি (১৮)। বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাঙ্কির মুখ খুলে ম্যাচের কাটি দিয়ে আগুন জ্বালানোর সময় সেপটিক ট্যাঙ্কি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে চার নির্মাণ শ্রমিক দগ্ধসহ আহত হয় অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে, বিস্ফোরণের ঘটনায় ওই বাড়িটি হেলে পড়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।