সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে গতকাল (২৭শে জুলাই, শনিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্র রাজন, মেহেদী ও আকাশ। নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
পরে আজ (২৮শে জুলাই, রবিবার) বেলা ১১ টার দিকে আকাশের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাকি দু’জনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
উদ্ধার হওয়া নিহত আকাশ (১৮) সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার আবু বক্কর তালুকদারের মেঝ ছেলে এবং রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা লিটন আহমেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজদের মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারের জন্য এখনও অভিযান চলমান রয়েছে।