শ্রীলংকার কলম্বোয় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। পেসার রুবেল হোসেনকে বসিয়ে নেওয়া হয়েছে তার স্থলে জায়গা পেয়েছে স্পিনার তাইজুল ইসলাম।
প্রথম ওয়ানডেতে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের এ সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে বাংলাদেশকে। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন তাইজুল। ২০১৬ সালের ডিসেম্বরে ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তাইজুল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।