ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শিরোনাম
প্রকাশ : ২৯ জুলাই, ২০১৯ ১২:৩২

সাভারে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া তিন ছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

সাভারে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া তিন ছাত্রের মরদেহ উদ্ধার

 


সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে গতকাল (২৭শে জুলাই, শনিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে নিখোঁজ হওয়া ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্র রাজন, মেহেদী ও আকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 
আজ (২৮শে জুলাই, রবিবার) বেলা ১১ টার দিকে আকাশের মরদেহ ধলেশ্বরী নদীর সাভারের ব্যাংকটাউন পাগলার মোড় থেকে, দুপুর সাড়ে ১২ টা নাগাদ মেহেদীর মরদেহ বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের কোন্ডা ব্রিজ (স্টিলের ব্রিজ) সংলগ্ন এলাকা থেকে এবং বিকেল ৩ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে আমিনবাজার এলাকা থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়। 


নিহতরা হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার আবু বক্কর তালুকদারের মেঝ ছেলে তৌসিফ আহমেদ আকাশ (১৮), ঢাকার শ্যাওড়াপাড়া এলাকার মেহিদ হাসান (১৮) এবং ঢাকার শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুল তালতলা এলাকার মো: আনোয়ার হোসেনের ছেলে রাজন (১৯)। নিহতরা সবাই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।


সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা লিটন আহমেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


তিনি আরো জানান, সকাল থেকে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন ফায়ার সদস্য কাজ করেছেন। এছাড়া নিহতদের স্বজনেরাও ছিল।

এই বিভাগের আরও খবর