নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাঁপায় গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিকেএসপি পাবলিক স্কুলের সাবেক ছাত্র সজীব নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষার্থী, নিহতের স্বজন ও এলাকাবাসী।
আজ (২৯শে জুলাই, সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাড়কের আশুলিয়ার জিরানী বিকেএসপির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, শ্যামলী পরিবহনের বাস চালক বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে সজীবকে হত্যা করেছে। আমরা বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এভাবে যাতে আর কোন শিক্ষার্থীকে সড়কে লাশ হতে না হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার থেকে একটি বিয়ে বাড়িতে অংশগ্রহণ শেষে জিরানী বিকেএসপির সামনে বাস থেকে নামার পর পিছন থেকে দ্রুত গতির একটি শ্যামলী পরিবহনের বাস সজীবকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিস্তারিত আসছে....