সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ (২৯শে জুলাই, সোমবার) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত জুয়েল ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাসিন্দা এবং সে স্থানীয় এলাকায় মুদি ব্যবসায় করে আসছিল।
নিহতের স্বজনেরা জানান, গত (২৭শে জুলাই, শনিবার) শরীরে জ্বর অনুভব করায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যায় জুয়েল। সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত হন। তবে ওই হাসপাতালে বেড না পাওয়ায় পরের দিন (২৮শে জুলাই, রবিবার) সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়।
পরে আজ (২৯শে জুলাই, সোমবার) দুপুরে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।