জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন কাজী নুরুল হাসান। তবে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তাই উইকেটের পেছনে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। মুশফিকুর রহিম কিপিং ছাড়তে রাজি নন। তার ব্যাটিং নিয়ে কথা না থাকলেও কিপিং নিয়ে সমালোচনা আছে। অন্যদিকে তার বিকল্প পছন্দ হিসেবে দলে আছেন লিটন দাস, নুরুল হাসান সোহানরা।
জবাবে রিয়াদ বলেন, 'প্রভাবের কিছু নাই। আসলে মুশফিক একজন টিম ম্যান। অসাধারণ টিম ম্যান। সে অবশ্যই তার কিপিং ভাগাভাগি করতে পেরে খুশি হয়েছে। সোহানও খুব খুশি। আমি মনে করি, সোহান খুবই ভালো কিপিং করে, আর মুশফিক তো দুর্দান্ত। তাদের এই দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া আমাদের দলের জন্য ভালো হবে বলে আমি মনে করি। '