ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শিরোনাম
প্রকাশ : ৩১ আগষ্ট, ২০২১ ০৮:২৫

সদ্য মা হওয়া নুসরাতকে অভিনন্দন জানিয়ে যা বললেন মমতা

অনলাইন ডেস্ক

সদ্য মা হওয়া নুসরাতকে অভিনন্দন জানিয়ে যা বললেন মমতা

পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নবজাতক এবং মা আপাতত ভাল আছেন। 

নুসরাত জাহানের সন্তান আর তার বাবার পরিচয় নিয়ে কম জলঘোলা হয়নি। তা নিয়ে শুধু বিনোদন জগত নয়, রাজনীতির ময়দানও তেতে উঠেছিল। নিখিল জৈনের সঙ্গে চোখ ধাঁধানো ডেসটিনেশন ওয়েডিং করার পর সম্পর্কের অবনতি হলে নুসরত জানান, তিনি বিয়েই করেননি। নিখিলের সঙ্গে লিভ-টুগেদার করেছেন মাত্র।