অনেক দল। এদিকে করোনার মধ্যে ২০২০ পঞ্জিকা বছরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় কমেছে ৫১ শতাংশ। আর ব্যয় বেড়েছে ২১ শতাংশ। আগের বছরের তুলনায় আয় বেড়েছে বিএনপির। তবে ব্যয় হয়েছে তার চেয়েও বেশি।
নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ। ৩১ জুলাইর মধ্যে এ হিসাব দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও ইসি করোনাকালে এক মাস সময় বাড়িয়েছিল। নিবন্ধিত ৩৯ দলের মধ্যে শুধু বড় কয়েকটি রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দিলেও অর্ধেকের বেশি রাজনৈতিক দল এখনো হিসাব জমা দেয়নি। ইসি কর্মকর্তারা আশা করছেন, আজ বিকাল ৫টার মধ্যে সব দল হিসাব জমা দেবে। তবে কোনো দল হিসাব জমা দেওয়ার জন্য আরও সময় চাইলে ইসি সে বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
ইসি কর্মকর্তারা বলছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পঞ্জিকা বছরে দলের আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইর মধ্যে ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে অডিট করাতে হবে। প্রতিবেদনে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহর থাকতে হবে। তবে আরপিওর ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে সে দলের নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে কমিশনের।