ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শিরোনাম
প্রকাশ : ৩১ আগষ্ট, ২০২১ ০৮:৩৮

বাজারে এলো রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’

অনলাইন ডেস্ক

বাজারে এলো রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’

প্রতিষ্ঠানটি তাদের ‘১+৫+টি’ কৌশলের মাধ্যমে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোনের পাশাপাশি রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের লাইফস্টাইলে অনন্য মাত্রা যোগ করতে রিয়েলমি এনেছে ব্র্যান্ডটির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’। ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট - https://cutt.ly/BuyNow_realme_BookSlim 

সম্প্রতি প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান প্রযুক্তিগত চাহিদা মেটাতে দেশের বাজারে নিজেদের প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’ নিয়ে এসেছে দেশের তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের বাজারে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে রিয়েলমি।