পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কোলহের জেরে বৃদ্ধা রুকি বেগম একটি বটি দিয়ে তার নিজের গলা নিজেই কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। এতে করে তার অর্ধেক গলা কেটে গিয়ে গুরুতরভাবে আহত হন। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
