ক্রমাগতভাবে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানায়। তবে তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। এর ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগাড়কুটি চরের বাসিন্দা শিউলি বেগম জানান, আমার ঘরে এক বুক পানি। কোনমতে চৌকির ওপর মাঁচা বানিয়ে ওখানেই খাওয়া রান্না ও শোয়ার কাজ করতেছি প্রায় ৬দিন থেকে। আমাদের মহিলাদের টয়লেট করার কোন উপায় নেই।