ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
ব্রাজিলের একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। দেশটির প্যারা অঙ্গরাজ্যের আলটামিরা কারাগারের একটি ব্লকে অবস্থানরত একটি অপরাধী চক্রের সদস্যরা সোমবার অন্য একটি ব্লকে প্রতিদ্বন্দ্বী চক্রের সদস্যদের ওপর হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয় এবং তা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। সংঘর্ষের এক পর্যায়ে কারাগারের কয়েকটি সেলে আগুন ধরিয়ে দেয় তারা।