ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
আজকাল কারও কারও মুখে এ প্রশ্ন শোনা যায়, ইসলাম মানবাধিকারের কথা বলে অথচ দাসত্বের অনুমতি কীভাবে দিল? প্রাচ্যবিদ লেখকদের ইসলামবিষয়ক লেখা পড়েই এমন প্রশ্নের অবতারণা করেন অনেকে। প্রকৃতপক্ষে ইসলামের বৈধকৃত দাসত্বকে জগতের অন্যান্য ধর্ম ও জাতির দাসত্বের অনুরূপ মনে করার কারণেই এমন প্রশ্ন দেখা দিয়েছে। অথচ ইসলাম দাসদের যেসব অধিকার দান করেছে এবং সমাজে তাদের যে মর্যাদা দিয়েছে এরপর তারা কেবল নামেই দাস রয়ে গেছে। নতুবা তারা প্রকৃতপক্ষে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেছে।